কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেতে চলেছেন ভারতীয় মহিলা সেনা মেজর সুমন গাওয়ানি। দক্ষিণ সুদানে তাঁর দৃষ্টান্তমূলক কাজের জন্য এই স্বীকৃত পাচ্ছেন তিনি। সূত্রের খবর, দক্ষিণ সুদানে রাষ্ট্রপুঞ্জের মিশনের সদস্য ওই ভারতীয় মহিলা সেনা মেজর। ২৯ মে অনলাইন অনুষ্ঠানে সামরিক ক্ষেত্রে লিঙ্গসাম্য প্রতিষ্ঠায় তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস।