Home Miscellaneous জোড়া ধাক্কায় কৃষকরা ক্ষতিগ্রস্ত, কৃষিক্ষেত্রে নাবার্ডের অর্থ মঞ্জুর

জোড়া ধাক্কায় কৃষকরা ক্ষতিগ্রস্ত, কৃষিক্ষেত্রে নাবার্ডের অর্থ মঞ্জুর

24
0
Sufer Farmer
Sufer Farmer

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নাবার্ড কৃষি ক্ষেত্রের জন্য পশ্চিমবঙ্গকে ১০৫০ কোটি টাকা দিয়েছে বলে খবর। সূত্রের খবর, স্পেশাল লিকুইডিটি ফেসিলিটি খাতে ওই টাকা চাষ-সহ গ্রামীণ ক্ষেত্রের উন্নয়নের কাজে খরচ করা হবে। জানা গিয়েছে, তা ঋণ হিসেবে বন্টন করা হবে রাজ্য সমবায় ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক ও ক্ষুদ্র ঋণ সংস্থার মাধ্যমে। এছাড়া আরও ৫০০ কোটি আঞ্চলিক সমবায় ব্যাঙ্কগুলিকে দেওয়ার প্রস্তাব বিবেচনা করে দেখছে নাবার্ডের কেন্দ্রীয় দফতর।

রাজ্যে নাবার্ডের চিফ জেনারেল ম্যানেজার সুব্রত মণ্ডল এ বিষয়ে জানিয়েছেন, লকডাউন ও “আম্ফান”-এর জেরে চাষিরা ক্ষতিগ্রস্ত। সিংহভাগই ঋণ শোধ করতে পারেননি। হাতে টাকাও নেই। অন্যদিকে সামনে খরিফ চাষের জন্য কৃষকদের প্রস্তুতি নেওয়াও দরকার। সেই কারণেই রাজ্যকে ওই টাকা এখন মঞ্জুর করা হয়েছে বলে জানানো হয়। এক্ষেত্রে আরও জানা যায়, রাজ্য সমবায় ব্যাঙ্ককে ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আরও ৫০০ কোটি টাকা চাওয়া হয়েছে। ওই প্রস্তাবে অল্প কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় দফতরের সম্মতি পাওয়া যাবে বলেও জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here