কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : মাদ্রাজ হাইকোর্ট ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ওই মিউচুয়াল ফান্ড সংস্থা ও বাজার নিয়ন্ত্রক সেবিকে নোটিস পাঠিয়েছে। সূত্রের খবর, সংস্থাটি তাদের ঋণপত্র ভিত্তিক ৬টি প্রকল্প বন্ধ করেছে। এক্ষেত্রে জানা গিয়েছে, আপাতত ওই ফান্ডগুলিতে টাকা জমা বা তুলতে পারবেন না লগ্নিকারীরা। এরপর পুঁজির সুরক্ষা চেয়ে হাইকোর্টে মামলা করে লগ্নিকারীদের সংগঠন। এক্ষেত্রে দাবি করা হয়েছে, সংস্থার কর্তারা যাতে সম্পত্তি বিক্রি বা দেশ ছাড়তে না পারেন, তা দেখা হোক। আবার সংস্থা সূত্রে দাবি করা হয়েছে, তারা নিয়ম মেনেই প্রকল্প বন্ধ করেছে।