কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রবীন্দ্র সরোবরে আম্ফান ঝাপটায় ঝড়ে পড়া ১৫ ফুটের একটি করঞ্জা ফুলের গাছ বিশেষ পদ্ধতিতে বসানো হল। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এই সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন, ঝড়ে শুধু রবীন্দ্র সরোবরেই ১৫০টি বড় গাছ পড়েছে। তার মধ্যে যদি ১০০টিও বাঁচানো যায়, সেটি হবে সাফল্য। অন্যদিকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, শহরের মাটিতে যে সব গাছ উপযুক্ত, তাকেই প্রাধান্য দেওয়া দরকার। উল্লেখ্য, রাজ্য সরকার ও কলকাতা পুরসভা শহরের সবুজ বাঁচানোর লক্ষ্যে পরিকল্পনা মতো গাছ লাগানোর তৎপরতা শুরু করেছে।