Home Miscellaneous ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ কৃষি দপ্তরের

ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ কৃষি দপ্তরের

41
0
Sufer Farmer-1
Sufer Farmer-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য কৃষি দপ্তর আম্ফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তা দিতে প্রাথমিক ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। মোট ৯টি জেলার জন্য এই টাকা বরাদ্দ হয়েছে। সূত্রের খবর, প্রতি জেলায় কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টরের (প্রশাসন) কাছে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেওয়ার জন্য নির্দেশিকাও জারি করেছে কৃষি দপ্তর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি দপ্তর সূত্রে আরও খবর, আপাতত প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবেই এই টাকা পাঠানো হচ্ছে। পরবর্তী পর্যায়ে ক্ষয়-ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানা গেলে আরও টাকা বরাদ্দ হতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও বিশেষ ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে আশাবাদী রাজ্য। এক্ষেত্রে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত চাষিরা তাড়াতাড়ি হাতে টাকা পেলে সুবিধা হবে। তাই রাজ্য সরকারের তহবিল থেকেই ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রতিবছর আর্থিক অনুদান দিয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here