কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কৃষি ও ছোট ব্যবসায় ঋণ দিতে উদ্যোগ নিচ্ছে। সূত্রের খবর, এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড মাইক্রো মার্কেট। গ্রাম এবং আধা-শহর মিলিয়ে প্রায় ৮ হাজার এসবিআই শাখাকে চিহ্নিত করা হয়েছে এ ব্যাপারে। এক্ষেত্রে কৃষি ও কৃষির সঙ্গে যুক্ত উদ্যোগ ও ছোট ব্যবসাকে কম অঙ্কের ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সূত্রের আরও খবর, ৬৩ হাজার কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে বিভিন্ন এলাকায়। সেগুলিতে আরও উন্নত মানের পরিষেবা দেওয়া হবে। এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার জানান, আমরা সমাজের প্রতিটি স্তরকে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। নতুন এই উদ্যোগে কৃষক ও ছোট ব্যবসায়ীরা ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব পাবেন।