কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফানের ক্ষয়-ক্ষতি খতিয়ে দেখার জন্য চলতি সপ্তাহে রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে ক্যাবিনেট সচিব রাজীব গৌবার নেতৃত্বে বৈঠকে বসেছে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটি (এনসিএমসি)। ওই বৈঠকে স্বরাষ্ট্র, টেলিকম, বিদ্যুৎ মন্ত্রকের শীর্ষ কর্তাদের পাশাপাশি ভিডিও কনফারেন্স পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
উল্লেখ্য, আম্ফান তাণ্ডবের পর পশ্চিমবঙ্গ ও ওড়িশার টেলিযোগাযোগ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, ত্রাণ ও পুনর্বাসনে রাজ্যের পাশে দাঁড়ানোয় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব।