Home Education Alerts একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে পাশ করানো হচ্ছে পড়ুয়াদের

একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে পাশ করানো হচ্ছে পড়ুয়াদের

3
0
partha chatterjee
partha chatterjee

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিক শিক্ষক সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, একাদশ শ্রেণির সমস্ত পড়ুয়াকে দ্বাদশ শ্রেণিতে তুলে দেওয়া হবে। রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবিষয়ে আরও জানা গিয়েছে, একাদশ শ্রেণির বাকি থেকে যাওয়া বার্ষিক পরীক্ষাগুলি আর নেওয়া হবে না। তবে যে পরীক্ষাগুলি লকডাউনের পূর্বে হয়েছে, সেগুলির নম্বর স্কুলগুলি থেকে সংগ্রহ করবে উচ্চশিক্ষা সংসদ। ২০ জুনের মধ্যে হার্ডকপি ডাকযোগে অথবা সংসদের আইডিতে ই-মেল করে দিতে হবে নম্বরগুলি। পাশাপাশি স্কুলগুলির কাছে যে বাড়তি প্রশ্নপত্র রয়েছে সেগুলিও বিজ্ঞপ্তি দিয়ে সংগ্রহ করে নিচ্ছে সংসদ।

নোটিশের লিঙ্ক: https://wbchse.nic.in//notification/note11052020.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here