কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে স্কুলব্যাগের ওজন কমাতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, পাঠ্যক্রম বা সিলেবাস কমানোর রাস্তায় হাঁটতে পারে কেন্দ্র। অন্যদিকে কমতে পারে স্কুল চলার নির্দিষ্ট সময়সীমাও। তবে বিষয়টি ভাবনা-চিন্তার স্তরেই রয়েছে বলে খবর। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা যায়। পাশাপাশি মতামত চাওয়া হয়েছে শিক্ষক ও শিক্ষাবিদদেরও।
সূত্রের আরও খবর, ইতিমধ্যেই তাঁদের কাছে বিভিন্ন প্রস্তাব চেয়ে পাঠিয়েছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। মন্ত্রী বা মন্ত্রকের ট্যুইটার, ফেসবুক পেজে এই প্রস্তাব দেওয়া যাবে বলেও জানানো হয়েছে। উল্লেখ করা যায়, করোনা পরিস্থিতিতে অভিভাবক ও শিক্ষকদের একটা বড় অংশ পাঠ্যক্রম কমাতে জোরালো দাবি করেছেন। লাগাতার অনুরোধ আসার পরই এ ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানা যায়। অন্যদিকে আগস্ট মাসের পর স্কুল-কলেজ খোলার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছিল কেন্দ্র। তবে পূর্বের মতোই চলবে না কি পদ্ধতিগত পরিবর্তন আনা হবে, তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না সরকার।