কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ কলকাতা শহর জুড়ে আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৭ হাজার গাছ।তাই কলকাতা পুরসভার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫০হাজার নতুন গাছ লাগানো হবে।এইসব গাছ যাতে অযত্নে নষ্ট না হয় তার জন্য সরকারি ও বেসরকারি সংস্থাকে দেখভালের দায়িত্বও দেওয়া হবে বলে জানা গিয়েছে।ইতিমধ্যে কিছু পুরনো হেলে পড়া বা পরে যাওয়া গাছকে পুনরায় প্রতিস্থাপন করার কাজ চলছে।পাশাপাশি এইসব গাছ ও নতুন রোপণ করা গাছগুলোকে দেখাশুনার দায়িত্ব দেওয়া হবে স্থানীয় স্কুল ও বিভিন্ন্ সংস্থাকে।লেন ধরে এই দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।