কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আম্ফান-এ ক্ষয়-ক্ষতি প্রচুর। সাধারণ মানুষ, চাষি ও মৎস্যজীবী-সহ বহু মানুষ ক্ষতিগ্রস্ত। স্কুল পড়ুয়ারাও ছাড় পায়নি। সূত্রের খবর, আর্থিক লোকসান শুধু নয়, পড়ুয়াদের সমস্যা পড়াশোনা সংক্রান্ত। শিক্ষাদপ্তরের হিসেব অনুযায়ী জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত ৮টি জেলায় বইখাতা, স্কুল ইউনিফর্ম, জুতো ও স্কুলব্যাগ প্রভৃতি খুইয়েছে প্রায় ৫৪ লক্ষ পড়ুয়া।
এরপর নতুন করে ওই সব সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে দপ্তর। জানা গিয়েছে, এই কাজে খরচ হবে ২৩৮ কোটি টাকা। অর্থদপ্তরের কাছে এই সংক্রান্ত ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও খবর। উল্লেখ্য, মোট ১৬টি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে। যার মধ্যে ৮টি জেলায় ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেক বেশি। জেলাগুলি হল- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর। সূত্রের আরও খবর, তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সাগর, গোসাবা, ক্যানিং, পাথরপ্রতিমা ও সন্দেশখালি-সহ বিস্তীর্ণ অঞ্চল। আবার পূর্ব মেদিনীপুর জেলার দীঘা ও তৎসংলগ্ন এলাকা।