Home Miscellaneous নেচার ইন্ডেক্স ২০২০ সালের রাঙ্কিং রিপোর্ট প্রকাশ্যে

নেচার ইন্ডেক্স ২০২০ সালের রাঙ্কিং রিপোর্ট প্রকাশ্যে

26
0
DSC_0025
DSC_0025

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নেচার ইন্ডেক্স ২০২০ সালের রাঙ্কিংয়ের রিপোর্ট সামনে এনেছে। সূত্রের খবর, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থান পেয়েছে এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাট্টানকুলাথুর)। এক্ষেত্রে জানানো হয়েছে, সবরকম প্রতিষ্ঠানের বিচারে এই ইনস্টিটিউট ২১-তম স্থানে রয়েছে। আবার দেশের মধ্যে বিষয়ভিত্তিক রাঙ্কিংয়ে কেমিস্ট্রি (১৯-তম) ও ফিজিক্যাল সায়েন্সে (২৮-তম) স্থানে রয়েছে। উল্লেখ্য, গত ২০১৯ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা তথ্য থেকে বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন করে এই রাঙ্কিং রিপোর্ট প্রকাশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here