কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লোকশিল্পীদের আর্থিক সহায়তা অব্যাহত রাখছে রাজ্য সরকার। সূত্রের খবর, লকডাউন পর্বে রাজস্ব সংগ্রহ বন্ধ প্রায়। তবে এই অবস্থাতেও কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ করছেন না মুখ্যমন্ত্রী। রাজ্যের নথিভুক্ত প্রায় ২ লক্ষ লোকশিল্পীকে নিয়মিত আর্থিক সহায়তা করে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিপুল সংখ্যক লোকশিল্পীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে এপ্রিল ও মে মাসের আর্থিক সহায়তা।
পাশাপাশি জুন ও জুলাই মাসের সহায়তা পৌঁছে দেওয়ার কাজও শুরু করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। সূত্রের আরও খবর, প্রথম দফায় নথিভুক্ত ৮৪,৭২০ জন শিল্পীকে নিয়ে শুরু হয়েছিল প্রকল্পটি। দ্বিতীয় দফায় আরও ১.২০ লক্ষ গ্রামীণ লোকশিল্পী যুক্ত হয়েছেন। যাঁর মধ্যে ১৮ থেকে ৬০ বছর বয়সের শিল্পীরা প্রতি মাসে রিটেনার ফি বাবদ পান ১ হাজার টাকা। আবার ৬০ বছরেরও বেশি বয়সের ৩২ হাজার শিল্পী মাসিক পেনশন বাবদ পান ওই একই পরিমাণ অর্থ। নবান্ন সূত্রের খবর, লকডাউন ও আম্ফান তাণ্ডবের জেরে গ্রামীণ লোকশিল্পীরা চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন। বিষয়টি মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এই সাহায্য আগাম পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়েছেন।