Home Miscellaneous মানসিক চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে

মানসিক চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে

41
0
strees
strees

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার টেনশন হানা দিচ্ছে ঘুমের মধ্যেও। নাওয়া-খাওয়াও বন্ধ হয়ে যাচ্ছে চিন্তায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, উদ্বেগ বা স্ট্রেস-ই আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, টেনশন করলে রক্তে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। আবার বেড়ে যেতে পারে অসুস্থ হওয়ার সম্ভাবনা।

সূত্রের খবর, এমনই আশঙ্কায় রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষ হেল্পলাইন চালু করেছে। জানা গিয়েছে, মানসিক চাপে বিধ্বস্ত মানুষজনের স্ট্রেস কমাতে বিনা ব্যয়ে কাউন্সেলিং করবেন মনোরোগ বিশেষজ্ঞরা। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হলি, প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাউন্সেলিং চলবে। হেল্পলাইনে ফোন করে সময় নিতে হবে। তারপর যিনি ফোন করেছেন তাঁর কাছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফোন যাবে। শুরু হবে কাউন্সেলিং। দায়িত্বে কলকাতার ‘ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি’ হেল্পলাইন নম্বর: ১৮০০-৩১৩-৪৪৪-২২২/ (০৩৩) ২৩৪১-২৬০০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here