Home Miscellaneous বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে মধুসূদন চক্রবর্তী

বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে মধুসূদন চক্রবর্তী

6
0
contract worker
contract worker

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার করাল গ্রাসে আতঙ্কিত সারা দেশ। বহু রাজ্যের পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে আটকে আছে। একইভাবে এই করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে বাংলার বহু পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়া, চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন বিধাননগর অঞ্চলের সমাজসেবী সংস্থা বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার-এর সম্পাদক মধুসূদন চক্রবর্তী।

আজ ‘আমার বাংলা’কে এক সাক্ষাৎকারে তিনি জানান, বাংলার বহু মানুষ কাজের সূত্রে বা উচ্চশিক্ষার জন্য অন্য রাজ্যে থাকেন আবার বহু মানুষ তীর্থ করতে বা চিকিৎসা করানোর জন্য অন্য রাজ্যে গিয়ে আটকে পড়েছেন এবং বহু চেষ্টা করেও তাঁরা ফিরে আসতে পারেননি। যে সমস্ত ব্যক্তিরা যে-যে রাজ্যে আটকে আছেন সেই সেই রাজ্যের প্রশাসনের সাথে আমাদের রাজ্য সরকার আলোচনা করে সেই সমস্ত ব্যক্তিদের রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে।

তিনি এদিন আরও জানিয়েছেন, বাংলার যে সমস্ত মানুষেরা অন্য রাজ্যে আটকে আছেন তাঁরা বা তাঁদের পরিবার যেন অবশ্যই স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেন। যদি কোনো অসুবিধা হয় তবে এই সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন। তাঁদের সহযোগিতা করতে সংস্থার সম্পাদক প্রস্তুত। সংস্থার তরফে একটি ইমেল, একটি হোয়াটসআপ এবং সংস্থার অফিস ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। তিনি অনুরোধ করেছেন, তাঁরা যেন যে সমস্ত ব্যক্তিরা অন্য রাজ্যে আটকে আছেন তাঁদের উপযুক্ত প্রমাণপত্র সংস্থার ইমেল বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান।

যা যা পাঠাবেন সেগুলো হলো–

  1. Name:
  2. Permanent Address and Permanent Address:
  3. Aadhaar Card:
  4. Mobile Number:
  5. Other Documents (reason):
    E-mail: bidhannagarnssw@gmail.com
    Office Phone Number: (033) 2359 5972
    Whatsapp Number: 9932187281

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here