Home Miscellaneous দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পদক্ষেপ

দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পদক্ষেপ

1
0
water-pipeline
water-pipeline

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রামীণ অর্থনীতিকে সচল করতে আরও কিছু চাষে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র। করোনার সংক্রমণের বিপর্যস্ত পরিস্থিতিতে লকডাউনের মধ্যেও অর্থনৈতিক কর্মকান্ড চালু করতে গাইডলাইন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ওই তালিকায় নতুন করে বেশ কিছু জীবিকা ও শিল্পক্ষেত্রকে যুক্ত করল কেন্দ্র। সূত্রের খবর, চা, রাবার, কফি ছাড়াও আগামী সোমবার থেকে বাঁশ, নারকেল, বাদাম ও কোকো চাষে ছাড় দেওয়া হবে। আবার গ্রামীণ অঞ্চলে জলের পাইপলাইন, জল নিকাশি, শৌচাগার ও জল সংরক্ষণ প্রভৃতি নির্মাণ ক্ষেত্রকেও ছাড়ের আওতায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন যেয়ে এপ্রিল মাস থেকেই জলসঙ্কট শুরু হয়ে যায়। কেন্দ্রীয় সরকার জলসঙ্কট মোকাবিলায় জলের সংরক্ষণ ব্যবস্থা, জলের পাইপলাইন ও জল নিকাশি সংক্রান্ত যে কোনও কর্মসূচির নির্মাণকার্য চালু রাখার জন্য উদ্যোগ নিচ্ছে। সেই পদক্ষেপের লক্ষ্যেই গ্রামাঞ্চলে এই নির্মাণকার্যে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অন্যদিকে দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। গত ১৫ এপ্রিল তার নির্দেশিকাও প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here