Home Miscellaneous রেকর্ড পরিমাণ খাদ্যশস্য সরবরাহ করেছে এফসিআই

রেকর্ড পরিমাণ খাদ্যশস্য সরবরাহ করেছে এফসিআই

4
0
annapurna train
annapurna train

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে রেকর্ড সরবরাহ করেছে এফসিআই। পাশাপাশি পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গে খাদ্যশস্য দ্রুত পৌঁছে দিতে ২টি মালগাড়িকে একসঙ্গে জুড়ে দিয়েছে রেল। রেল সূত্রের খবর, ৮৮টি ওয়াগনের “অন্নপূর্ণা ট্রেন” ৫০ ঘন্টারও কম সময়ে পাড়ি দিয়েছে ১,৬৩৪ কিলোমিটার পথ। পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর।

কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা খাদ্য-গণবন্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, লকডাউন পর্বে রাজ্যে রাজ্যে রেকর্ড পরিমাণ খাদ্য সরবরাহ করেছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। সাধারণত যেখানে দিনে গড়ে ০.৮ লক্ষ মেট্রিক টন খাদ্য সরবরাহ হয়, লকডাউন পর্বে তার পরিমাণ প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। এইসময় দিনে গড়ে প্রায় ১.৭ লক্ষ মেট্রিক টন খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত ৩.৭৪ মিলিয়ন মেট্রিক টনের রেকর্ড পরিমাণ খাদ্যশস্য সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here