কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দোকান খোলা নিয়ে রাজ্যের নির্দেশিকা পিছিয়ে সোমবার হবে। সূত্রের খবর, দোকান খোলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কিছু শর্তও রেখেছে। সেজন্য এবিষয়ে রাজ্য সরকার নির্দেশিকা জারি করতে পারেনি। নবান্ন সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রের নির্দেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সোমবার নির্দেশিকা প্রকাশ করা হবে।
আবার কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত পরিবর্তন করায় রাজ্যকে নতুন করে নির্দেশিকা তৈরি করতে হচ্ছে। ওই নির্দেশিকা প্রকাশিত হওয়ার পর দোকান খুলতে পারবেন ব্যবসায়ীরা। তবে গ্রিন ও অরেঞ্জ জোনে কীধরণের দোকান খোলা যাবে ওই নির্দেশিকায় তা জানা গেলেও কন্টেনমেন্ট জোনে কোনও কিছু খোলা রাখা যাবে না বলে জানানো হয়েছে।