কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউনের জেরে স্তব্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দেশের বণিকসভা ফিকি-র সঙ্গে এক ভিডিও বৈঠকে কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গড়করি জানিয়েছেন, দেশের ২৫ লক্ষেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রের জন্য ডিসেম্বর মাসের মধ্যেই পুনরুজ্জীবনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত একটি রূপরেখা তৈরি করে একটি প্যাকেজ পরিকল্পনা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে পাঠানো হয়েছে বলে জানা যায়। শীঘ্রই ওই প্যাকেজ ঘোষণা করা হবে বলেও জানা গিয়েছে। কেন্দ্রীয় সড়ক ও পরিকাঠামো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রীর এই আভাসে অনেকটাই স্পষ্ট হয়েছে আর্থিক প্যাকেজ ঘোষণার বিষয়টি।