কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাফটার চেয়ারম্যান পদে মনোনীত হলেন ব্রিটেনের টেলিভিশন প্রযোজক কৃষ্ণেন্দু মজুমদার। ‘ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভশন আর্টস’-এর চেয়ারম্যান পদে এই প্রথম কোনও অশ্বেতাঙ্গ প্রধান হিসেবে নিযুক্ত হলেন। ৭৩ বছরের ‘বাফটার’ ইতিহাসে এতো কম বয়সে কেউ চেয়ারম্যান হননি। ৩৫ বছর বয়সী কৃষ্ণেন্দু ‘হফ দ্য রেকর্ড’ টিভি সিরিজের জন্য এমি অ্যাওয়ার্ড পান। তাঁর ‘আই অ্যাম’ সিরিজও প্রশংসা অর্জন করেছে।