Home Police/Defence অসম সরকারে ৪৫১ কনস্টেবল/ গার্ডম্যান নিচ্ছে

অসম সরকারে ৪৫১ কনস্টেবল/ গার্ডম্যান নিচ্ছে

35
0
Assam-Police
Assam-Police

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কনস্টেবল/ গার্ডম্যান (গ্রেড-৩) পদে ৪৫১ জনকে নিচ্ছে অসম সরকারের সিভিল ডিফেন্স ও হোম গার্ড ডিরেক্টরেটের অধীনে। প্রার্থীবাছাই করবে অসম স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। প্রার্থীদের অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে। উল্লেখ্য, CG 52/2013/134 তারিখ 02-07-2015 অনুযায়ী ২৯৯ কনস্টেবল পদে নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ওই নিয়োগের জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করলেও আবেদন করতে পারবেন। ওইসব প্রার্থীদের নামের তালিকা নীচে বলা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কনস্টেবল/ গার্ডম্যান (গ্রেড-৩): মোট শূন্যপদ ৪৫১টি (অসং-পুরুষ ২৩২, অসং-মহিলা ৯৯, তঃজাঃ-পুরুষ ৩০, তঃজাঃ-মহিলা ১৩, তঃউঃজাঃ-পুরুষ-পার্বত্য এলাকা ২০, তঃউঃজাঃ-মহিলা-পার্বত্য এলাকা ৮)। মোট শূন্যপদের মধ্যে থেকে আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য ১০% শূন্যপদ সংরক্ষিত আছে। এছাড়া ওবিসি/ এমওবিসি প্রার্থীদের জন্য শূন্যপদ না থাকলেও তাঁরা অসংরক্ষিত পদে আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক অথবা দশম শ্রেণি পাশ প্রার্থীরা হোম গার্ড ট্রেনিং অথবা এনসিসি ‘এ’ সার্ফিটিকেটধারী হলে আবেদন করতে পারেন। তবে যাঁদের গার্ড ট্রেনিং অথবা এনসিসি ‘এ’ সার্ফিটিকেট নেই, তাঁরা আবেদন করবেন না।

বয়স ও মাইনে: হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১-১-১৯৮২ থেকে ১-১-২০২০ তারিখের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকার নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ১৪,০০০ – ৬০,৫০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৬০০ টাকা।

শারীরিক মাপজোক: হতে হবে উচ্চতায় পুরুষদের ক্ষেত্রে ১৬২.৫ (তফশিলিদের ক্ষেত্রে ১৬০.০২) সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫৪.৯৪ (তফশিলিদের ক্ষেত্রে ১৫২.৪০) সেমি। কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ (তফশিলিদের ক্ষেত্রে ৭৮ ও ৮৩) সেমি। সবক্ষেত্রেই বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকা চাই। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক চাউনি থাকলে আবেদন করবেন না। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দূরের ক্ষেত্রে একচোখে ৬/৬ হতে হবে এবং ওপর চোখে ৬/৯-এর নীচে হলে চলবে না। চশমা ছাড়া কাছের দৃষ্টি স্বাভাবিক হতে হবে।

প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে শারীরিক মাপজোকের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা, অতিরিক্ত যোগ্যতা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। ৪০ নম্বরের শারীরিক সক্ষমতার পরীক্ষায় পুরুষদের ক্ষেত্রে থাকবে ১৪ মিনিটে ৩২০০ মিটার দৌড়, সর্বাধিক ৩টি সুযোগে ৩৩৫ সেমি লং জাম্প। মহিলাদের ক্ষেত্রে থাকবে ৮ মিনিটে ১৬০০ মিটার দৌড় এবং সর্বাধিক ৩টি সুযোগে ২৪৪ সেমি লং জাম্প। তবে কত সময় সম্পূর্ণ করলে কত নম্বর পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নিচে বলা ওয়েবসাইটে।

মোট ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে এলিমেন্টারি অ্যারিথমেটিক, জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং/ মেন্টাল এবিলিটি, অসমের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল অ্যাওয়ার্নেস/ জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের ১০০টি মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন। উত্তর করতে হবে ওএমআর সিটে। কোনও নেগেটিভ মার্কিং নেই। নথিপত্র যাচায়ের সময় যাবতীয় প্রমাণপথের মূল ও সেসবের স্বপ্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে www.slprbassam.in ওয়েবসাইটের মধ্যে, ৩০ জুনের মধ্যে। এই নিয়োগের ক্ষেত্রে কোনও আবেদনের ফি দিতে হবে না। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (৪৫০ কেবি সাইজের মধ্যে), সই (১০০ কেবি সাইজের মধ্যে), শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, এনসিসি/ হোমগার্ড সার্টিফিকেট ইত্যাদি স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: SLPRB/ REC/CONST & GM/AISF/2018/114. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

বিস্তারিত তথ্য ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here