Home Course জিম্যাট পরীক্ষার প্রক্রিয়া শুরু

জিম্যাট পরীক্ষার প্রক্রিয়া শুরু

5
0
online test
online test

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জানা গিয়েছে, জিম্যাট পরীক্ষা শুরু হবে ২০ এপ্রিল থেকে। করোনার বিপর্যস্ত পরিস্থিতি ও লকডাউনের জেরে গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (জিম্যাট)-এ বদল আনা হয়েছে। পরীক্ষার দায়িত্বে থাকা গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যাডমিশন কাউন্সিল (জিম্যাক) সূত্রে জানানো হয়েছে, গত মঙ্গলবার থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এবছর জিম্যাট পরীক্ষা চলতি মাসের ২০ তারিখ থেকে অনলাইনে নেওয়া হবে বলে জানানো হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট তারিখ পাওয়া যাবে ২০ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত। পরীক্ষা দেওয়ার অন্তত ২৪ ঘন্টা আগে নাম রেজিস্ট্রেশন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারেন https://www.mba.com/exams/gmat ওয়েবসাইট।

অনলাইন রেজিস্ট্রেশন করুন: https://www.mba.com/exams/gmat/before-the-exam/register-for-the-gmat-exam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here