Home Education Alerts জেইই, নিট, ইউজিসি-নেট হতে পারে জুলাই -আগস্টে: জল্পনা

জেইই, নিট, ইউজিসি-নেট হতে পারে জুলাই -আগস্টে: জল্পনা

23
0
net
net

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দেশব্যাপী করোনা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির জেরে জেইই (মেন ও অ্যাডভান্সড ), নিট -ইউজি ২০২০, ইউজিসি -নেট ও অন্যান্য পরীক্ষা যেগুলি ইতোমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে, সেগুলিকে জুলাই -অগাস্ট মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হল। সূত্রের খবর, মে মাসে লকডাউন উঠে গেলে পিছিয়ে যাওয়া ওই পরীক্ষাগুলি এ বছরের জুলাই -অগাস্ট মাস নাগাদ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দেশের তিরিশটিরও বেশি স্কুল শিক্ষা পর্ষদ যাদের চূড়ান্ত পরীক্ষা নেওয়া কিংবা ফলপ্রকাশ এখনও বাকি রয়েছে, সেগুলিও কোভিড -১৯ সংক্রমণের জেরে আরও বিলম্বিত হবে। উল্লেখ্য, সিবিএসই, এনআইওএস, সিআইএসসিই -যারা দশম ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা এবং ফলপ্রকাশ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করে রেখেছিল, লকডাউনের বাড়তি মেয়াদের জেরে তাদেরও অপেক্ষা করতে হবে জুলাই -অগাস্ট পর্যন্ত। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, এমাসের শুরুতে সিবিএসই জানিয়ে দিয়েছিল, নির্ধারিত ৪১টি বিষয়ের বদলে পড়ুয়াদের ২৯টি বিষয়ে পরীক্ষা দিলেই চলবে। উল্লেখ্য, উদ্ভূত পরিস্থিতিতে চলতি বছরের জুন নাগাদ স্থগিত পরীক্ষা নিতে পারে সিবিএসই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here