special and trainMiscellaneous Trending News 

লোকাল ছাড়াও বাতিল হচ্ছে দূরপাল্লার ট্রেনও

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:শুধু লোকাল ট্রেন পরিষেবা ছাড়াও কাল থেকে বাতিল হচ্ছে বহু বিশেষ ট্রেনও। ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ে রেল পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়। এক সময় বিশেষ ট্রেনও নামানো হয়। এবার শুধু লোকাল ট্রেনই নয়, বাতিল হতে চলেছে অনেক দূরপাল্লার ট্রেনও। পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় ১৬ টি ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে,আগামী ৭ মে থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। করোনার দ্বিতীয় তরঙ্গের আবহে রেলের এই সিদ্ধান্ত।

বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা ০২০১৯ এবং ০২০২০ হাওড়া রাঁচি স্পেশাল এক্সপ্রেস হাওড়া থেকে রাঁচি যায় দুর্গাপুর, আসানসোল, ধনবাদ সহ বোকারো স্টিল সিটি হয়ে। রবিবার বাদে চলে ট্রেনটি। ৭ মে থেকে এটি বাতিল করা হয়েছে। আবার ট্রেন নম্বর ০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। পাশাপাশি ট্রেন নম্বর ০৩০৪৭, ০৩০৪৮ হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস এবং ০৩১১৭০০০ এবং ০৩১১৮ কলকাতা-লালগোলা এক্সপ্রেসও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল হচ্ছে।

রেল সূত্রে আরও খবর,হলদিয়া থেকে আসানসোলের মধ্যে চলাচলকারী বিশেষ ট্রেন নম্বর ০৩৫০২ এবং ০৩৫০১ বাতিল করা হয়েছে। এই ট্রেনটি পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল ও শহর হলদিয়ার সাথে যুক্ত। রবিবার ছাড়া ট্রেনটি চলে সবদিনই । শিয়ালদহ থেকে রামপুরহাটের মধ্যে চলাচলকারী বিশেষ ট্রেন নম্বর ০৩১৮৭ এবং ০৩১৮৮ বাতিল হয়েছে। এই সমস্ত ট্রেনগুলি ৭ মে থেকে বাতিল করা হয়েছে। বিহারের যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার তালিকা হল-জামালপুরের ভাগলপুর, কিউল, মোকামা, বার্হ, বখতিয়ারপুর, ফতুহা, পাটনা শহর এবং পাটনা জংশন থেকে দানাপুরের বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে। তবে জরুরি পণ্য পরিবহণে সক্রিয় থাকবে রেল।

Related posts

Leave a Comment