কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ সূর্য গ্রহণ অনলাইন দেখার ব্যবস্থা করেছেন বিরলা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলোজিক্যাল মিউজিয়াম। ইউটিউবের মাধ্যমে দেখা যাবে এই গ্রহণ।কর্তৃপক্ষ, কলকাতার আকাশে মহাজাগতিক কোনও কিছু ঘটলে তা দেখাবার ব্যবস্থা করেন তাদের টেলিস্কোপের মাধ্যমে।সাধারণ উৎসাহীরাও তা দেখার সুযোগ পান।লকডাউনের জন্য এইবার আর সে সুযোগ হচ্ছে না। তাই বিরলা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলোজিক্যাল মিউজিয়াম-এর কর্তৃপক্ষ ইউটিউবের মাধ্যমে সাধারণের জন্য ঘরে বসে তা দেখার ব্যবস্থা করেছেন বলে জানা গিয়েছে।