Anurag Singh ThakurMiscellaneous 

ছোট শিল্পের পাশে দাঁড়াতে পদক্ষেপ কেন্দ্রের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ছোট শিল্পের পাশে দাঁড়াতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার ছোট শিল্পগুলির উপর থেকে সুদের চাপ কমানোর উদ্যোগ নেওয়া শুরু হল। এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনলাইন আলোচনাসভায় এমনটাই জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তাঁর বক্তব্য, ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা করছি, যাতে ছোট শিল্পের ক্ষেত্রে সুদের হার ৭.৫ থেকে ৮ শতাংশের মধ্যে রাখা যায়। এক্ষেত্রে তাঁর আরও দাবি, ক্ষেত্রগুলিতে সরকার নিজেই গ্যারেন্টার হিসেবে রয়েছে, সেখানে ব্যাঙ্কগুলির উচিত যত তাড়াতাড়ি সম্ভব ছোট শিল্পকে ঋণ প্রদান করা হয়। বস্ত্র শিল্পে এখন বিভিন্ন রকমের জিএসটি-র হার চালু হচ্ছে। যেমন- সিন্থেটিকে ১৮ শতাংশ, সুতোয় ১২ শতাংশ এবং রেডিমেড পোশাকে ৫ শতাংশ। এরফলে বস্ত্র শিল্প বিভিন্ন সমস্যায় ভুগছে।

Related posts

Leave a Comment