কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ভারতের তিনটি অঞ্চল লিম্পিয়াধুরা, কালাপানি, লিপুলেখকে অন্তর্ভুক্ত করে নেপাল যে নতুন মানচিত্র প্রকাশ করেছে, তা অনুমোদনের জন্য নেপাল সংসদে পেশ করা হয়।এ বিষয়ে ভারত তার উদ্বিগ্নের কথা নেপাল সরকারকে জানানোর পর ফের একবার নেপাল ভারতের কাছে ভিডিও কনফারেন্সে কূটনৈতিক আলোচনার প্রস্তাব দিয়েছে । সূত্রের খবর, বিষয়টি দিল্লি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।