Home Knowledge Update ঘরে বসে নতুন কিছু শেখার খোঁজখবর

ঘরে বসে নতুন কিছু শেখার খোঁজখবর

44
0
learning and cooking
learning and cooking

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পরিস্থিতি থাকছে ৩ মে পর্যন্ত। গৃহবন্দি থেকে হাতে অফুরন্ত সময়। এইসময় নতুন কিছু শিখে নিতে অসুবিধা নেই। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাপে কেটে যাচ্ছে অনেকটা সময়। এই পরিস্থিতির মধ্যেই অ্যাপের মাধ্যমে কিছু শিখে নেওয়ার হদিশ দেওয়া হল।

গৃহবন্দি অবস্থার মধ্যে কিছু ভাষাও শিখে নেওয়া যেতে পারে। ইংরেজিতে দখল কম থাকলে তাও শিখে নেওয়া যাবে। “ডুওলিংগো” অ্যাপে শিখে নিতে পারেন স্প্যানিশ, ফরাসি ও জার্মান ভাষাও। ৩০টি ভাষা রয়েছে এই অ্যাপে। এইসব ভাষার লেখা ও দক্ষতা বাড়িয়ে নিতে পারেন এইসময়। আবার “ইটালকি” অ্যাপে ১০ হাজার শিক্ষকের মধ্যে কোনও একজনকে বেছে নিতে পারেন কোনও ভাষা শিক্ষার ক্ষেত্রে। বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমা দেখেও ভাষার দক্ষতা বাড়িয়ে নিতে পারেন।

বাঙালিদের নিজস্ব রান্নার ঘরানা রয়েছে। মাছের কালিয়া, আলুপোস্ত, সুক্তো সহ বেশ কিছু রেসিপি বাঙালিদের দক্ষতার মধ্যে রয়েছে। এই গৃহবন্দি থাকার সময় ভিন্ন রান্নাবান্নায় দক্ষতা বাড়িয়ে নিতে পারেন। কন্টিনেন্টাল বা চাইনিজ রান্নার বিষয়গুলি জেনে নিতে পারেন।

ঘরে বসে ফিটনেস বাড়ানোর জন্য অনেকেই ভিডিও দেখতে ভালোবাসেন। আগ্রহী হলে শিখে নিতে পারেন এই সময়ে। ইনস্টাগ্রামে ফ্লাই এলডিএন পেজে পৌঁছে গেলে দেখতে পাবেন এসবের খুঁটিনাটি বিষয়গুলি। রয়েছে স্যাডলার্স ওয়েলস ডান্স ওয়ার্কশপ। যোগার বদলে নাচের মাধ্যমে কীভাবে ফিট থাকা যায় তার কৌশল শেখা যেতে পারে। এটিও জেনে নিন।

আবার ছবি আঁকার বিষয়গুলি এইসময় হাতেকলমে শিখতে পারেন। শেখা যাবে ড্র স্পেসে। ওবি-তে পৌঁছে ক্যালিগ্রাফি ক্লাস করতেও পারেন। ফটোগ্রাফিতে আগ্রহ থাকলে বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতেও পারেন। হাতে যেহেতু সময় রয়েছে অনেকটাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here