Home Miscellaneous রাম জন্মভূমি প্রাঙ্গনে শিবের রুদ্রাভিষেক হল

রাম জন্মভূমি প্রাঙ্গনে শিবের রুদ্রাভিষেক হল

8
0
rudrabhisekh
rudrabhisekh

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাম জন্মভূমি প্রাঙ্গনে শিবের রুদ্রাভিষেক শুরু হল। জানা গিয়েছে, দীর্ঘ ২৮ বছর পর রাম জন্মভূমি প্রাঙ্গনে কোনও ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে ৷ সূত্রের খবর, রাম মন্দির নির্মাণে যাতে কোনও বিঘ্ন না ঘটে তারজন্যে এই আয়োজন। জানা যায়, এই অনুষ্ঠান কুবেল টোলে স্থিত ভগবান শশাঙ্ক শেখরের মন্দিরে করা হচ্ছে ৷

এই মন্দির খুবই প্রাচীন। যা জরাজীর্ণ ও ভগ্ন দশায় রয়েছে ৷ সূত্রের আরও খবর, রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের অধ্যক্ষ মহন্ত নৃত্য গোপাল দাসের উত্তরাধিকারী মহন্ত কমল নয়ন দাস রাম-এর উদ্যোগে এই রুদ্রাভিষেক হল। তবে রাম জন্মভূমি ট্রাস্টের সদস্যদের ডাকা হয়নি ৷ তার জন্য মন্দির তৈরির আগে পুজো অনুষ্ঠানটি করা হচ্ছে না বলে জানা গিয়েছে ৷ গর্ভগৃহ থেকে অস্থায়ী মন্দিরে আসার পর সকাল ৮ টায় এই পুজো শুরু হয় ৷

পুজোয় ১১ লিটার কালো গাইয়ের দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক করা হয় বলেও জানা যায়। মহন্ত কমল নয়ন দাস রাম জানিয়েছেন, ভগবান শিবের অভিষেকের পরেই সম্পূর্ণ মন্দির প্রতিষ্ঠার কাজ চলবে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here