কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আনলকে প্রবীনদের বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের বয়স ৭৫ অতিক্রান্ত করেছে, তাঁদের মৃত্যুর হার ২০ শতাংশ। আবার ৬০ উত্তীর্ণদের ক্ষেত্রে এই হার কিছুটা কম হলেও দুশ্চিন্তা থেকেই যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা।
চিকিৎসকমহল প্রবীণদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞ-চিকিৎসকরা বলছেন, একান্ত যদি বাইরে বেরোতেই হয়, তাহলে সর্বোচ্চ সুরক্ষা বজায় রাখতে হবে। টুপি, গ্লাভস ও মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। বাড়ি ফিরেও বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, জুতো বাইরে রাখা, বাড়িতে ফিরে জামা-কাপড় সাবান জলে ভেজানো দরকার। আবার সম্ভব হলে বাইরে থেকে ফিরে অল্প গরম জলে সাবান দিয়ে স্নান করে নিতে হবে।
বিশেষজ্ঞ-চিকিৎসকরা আরও জানিয়েছেন, উচ্চ রক্তচাপ থাকলে হার্ট ও ফুসফুসে সমস্যা ধরার সম্ভাবনা বাড়বে। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, উচ্চ রক্তচাপের রোগী করোনা সংক্রমণের আবহে অনেক বেশি স্পর্শকাতর হতে পারে।