Home Miscellaneous বিকল্প চাকরির সন্ধানে ‘কর্মভূমি’

বিকল্প চাকরির সন্ধানে ‘কর্মভূমি’

28
0
karmabhumi
karmabhumi

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ কোভিড পরবর্তী পর্যায়ে বিভিন্ন রাজ্য থেকে ফিরে আশা তথ্য-প্রযুক্তি কর্মীরা এরাজ্যেই যাতে কাজ পায়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্মভূমি (karmabhumi.nltr.org) নামে একটি ওয়েব পোর্টাল খুলেছে।উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি কর্মীরা আবার তাঁদের কাজে ফিরে নাও যেতে পারেন।এই মানব সম্পদকে কাজে লাগিয়ে রাজ্যেই যাতে বিকল্প কাজের ব্যবস্থা করা সম্ভব হয়, এটা তারই উদ্যোগ।বিভিন্ন ক্ষেত্রে নতুন করে তথ্যপ্রযুক্তির কাজের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার কথা।নতুন করে কাজের পরিকল্পনা শুরুও হয়েছে।পাশাপাশি স্কুল-কলেজে অনলাইন পঠন-পাঠন ছাড়াও কর্মস্থলের কাজ-কর্মেরও অনলাইন ব্যবস্থা চালু হতে চলেছে।এইসব ক্ষেত্রে অনেক দক্ষ কর্মীরও প্রয়োজন হবে।আবার ফিকির পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান রুদ্র চট্টোপাধ্যায় রাজ্যের এই উদ্যেগকে স্বাগত জনিয়েছেন।তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যের দক্ষ মানবসম্পদের খ্যাতিও রয়েছে।তাই এই মানবসম্পদকে কাজে লাগিয়ে রাজ্যেই যাতে বিকল্প কাজের ব্যবস্থা হয় তারই চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here