কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আজ ৫ জুন পূর্ণিমার ভরা কোটাল। স্বাভাবিক নিয়মেই নদীর জলোচ্ছ্বাস বাড়বে। স্থানীয় সূত্রের খবর, নদীর প্রবল জোয়ারে হাসনাবাদ ও মিনাখাঁর নদীবাঁধ ভেঙে ইতিমধ্যেই ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। ভরা কোটালের জেরে বাড়ি-ঘর ছেড়ে অনেকেই ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন মানুষ। পূর্ণিমার ভরা কোটালের আতঙ্কে জেরবার বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকের মানুষ। যুদ্ধকালীন প্রস্তুতিতে নদীবাঁধ মেরামতির চেষ্টা হয়েছে। তবে সেই বাঁধ এখনও দুর্বল বলে জানা গিয়েছে। তীব্র জলোচ্ছ্বাসে যে-কোনও মুহূর্তে নদীবাঁধ তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।