Home Miscellaneous আম্ফান তাণ্ডবের পর হুগলির বেশ কিছু এলাকা জলমগ্ন

আম্ফান তাণ্ডবের পর হুগলির বেশ কিছু এলাকা জলমগ্ন

24
0
road under water
road under water

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান তাণ্ডবের পর হুগলির বেশ কিছু এলাকা জলমগ্ন। ওই জেলা সূত্রে খবর, শ্রীরামপুরের নতুন মাহেশ এলাকা তলিয়ে গিয়েছে জলে। কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি সহ বহু গাছও। বেশ কিছু এলাকায় টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। কোথাও কোথাও জেনারেটরের সাহায্যে মোবাইল টাওয়ার পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কমিউনিটি কিচেন তৈরি করে রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ারও তৎপরতা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। হুগলির উত্তরপাড়ায় জিটি রোড অবরোধ করার খবরও মিলেছে। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। পাম্প না চলায় জল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ। এর জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পানীয় জলের সঙ্কট বাড়ায় মিনারেল ওয়াটারের চাহিদা বেড়েছে। ঝড়ের তাণ্ডবে বাড়িঘর সহ বহু ক্ষয়ক্ষতি হয়েছে। সবমিলিয়ে সমস্যায় হুগলির বেশ কিছু এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here