Home Miscellaneous সুন্দরবনের নদীবাঁধ ভেঙে প্লাবিত একাধিক এলাকা

সুন্দরবনের নদীবাঁধ ভেঙে প্লাবিত একাধিক এলাকা

12
0
river embank
river embank

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান দাপটে ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চলের একাধিক নদীবাঁধ। স্থানীয় সূত্রে খবর, হিঙ্গলগঞ্জ ব্লকের কালিন্দি নদীর পাড় ভেঙে চরসাহেবখালি গ্রাম প্লাবিত। আবার রায়মঙ্গলের ছোট কলাগাছির ৩ নদীর মুখে রমাপুর মন্দিরঘাট অঞ্চলে নদীবাঁধ ভেঙে রায়মঙ্গলের জলে প্লাবিত হয়েছে এলাকা। অন্যদিকে, সর্দারপাড়ার দক্ষিণে নদীবাঁধ ভেঙেছে। পাশাপাশি রায়মঙ্গলের পশ্চিমপাড়ে গোলাবাড়ি অঞ্চলে বাঁধের কাজ শেষ না হওয়ায় সেখানেও প্লাবিত হয়েছে এলাকা।

স্থানীয় সূত্রে আরও খবর, আতাপুর, মণিপুর অঞ্চলের নদীবাঁধ ভেঙে একই অবস্থা। গোসাবা থানার কুমিরমারির দক্ষিণেও প্লাবিত হয়ে জল ঢুকেছে। ভরা কোটালের আগে সুন্দরবনের নদীবাঁধ সংস্কার নিয়ে এখন রীতিমতো ঘুম ছুটেছে স্থানীয় মানুষ সহ সেচদপ্তরের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here