কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ নেপাল বার বার ভারতের কাছে বিদেশ সচিব পর্যায়ের আলোচনার প্রস্তাব দেওয়া সত্বেও ভারতের দিক থেকে তেমন কোনও সারা পাওয়া যায় নি।সূত্রের খবর, ভারতের কালাপানি সমেত আরও দুটি অঞ্চলকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধনের জন্য বিল পেশ করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, নেপাল যতদিন না এব্যাপারে নিরস্ত হচ্ছে, ততদিন কোনও কূটনৈতিক আলোচনা সম্ভব নয়।