কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দূষণ কমছে বায়ুমণ্ডলে। ঋতু পরিবর্তনের সঠিক দিশাও ফিরে আসছে। সূত্রের খবর, লকডাউন পরিস্থিতিতে বন্ধ কলকারখানা। বায়ুমণ্ডলে দূষণ কমাতে আকাশ হয়েছে স্বচ্ছ। ভরা বৈশাখে তীব্র গরমের ধারা। আবার বিকেলে বৃষ্টি। রাতভর ঠান্ডা আমেজ। ৩০ বছর আগে এমনই ধারাবাহিকতা ছিল বায়ুমণ্ডলে, প্রবীণদের এমনই অভিমত। গত কয়েক বছর ধরে ভরা বৈশাখে হাসফাঁস করত জনজীবন।
বিশ্ব উষ্ণায়নের প্রভাবের কথা বলা হত। এক্ষেত্রে পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়নে বাতাসে তাপমাত্রা বেড়েছিল। এরফলে ঋতু পরিবর্তনে ব্যাঘাত ঘটতো। এখন বায়ুমণ্ডলে দূষণের পরিমাণ কমেছে। কার্বন-ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সাইড নাইট্রোজেন অথবা ধূলিকণা কমে এসেছে। দূষণের পরিমাণ গড়ে ৩০-৪০% কমেছে। জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তন যেমন এসেছে, বাতাসে আপেক্ষিক তাপমাত্রাও কমেছে।