কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত। সূত্রের খবর, করোনা পরিস্থিতির আবহে এবছর স্কুলগুলিতে কোনও ক্রীড়া প্রতিযোগিতা হবে না বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে সাধারণ জন-জীবন বিপর্যস্ত। কবে স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলাও সম্ভব হচ্ছে না। অন্যদিকে উচ্চমাধ্যমিকের পরীক্ষাও বাকি রয়েছে। স্কুলের বিভিন্ন পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকী বিশ্বজুড়ে ক্রীড়াক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়েছে। বিভিন্ন ক্রীড়া সূচিও পিছিয়ে দেওয়া হয়েছে। তাই এই সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের।