Bikash Bhawan-1Miscellaneous 

স্কুলশিক্ষায় মনিটরিং কমিটি বিকাশ ভবনের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : স্কুলশিক্ষার মনিটরিং কমিটি গঠিত হল। সূত্রের খবর, লকডাউনে স্কুল বন্ধ। বিকাশ ভবন এর মধ্যেই মনিটরিং কমিটি তৈরি করে ফেলেছে। জানা গিয়েছে, ২০ জন আধিকারিককে রেখে ওই কমিটি গঠন করা হয়েছে। সূত্রের আরও খবর, দায়িত্বপ্রাপ্তরা মাসে দু-বার জেলাগুলিতে ঘুরবেন। এক্ষেত্রে প্রত্যেক মাসে রিপোর্ট জমা দেবেন স্কুলশিক্ষা কমিশনারের কাছে। প্রতিবার তাঁদের অন্তত একটি স্কুলে যেতে হবে। প্রত্যেকে একটি ওয়ার্ক ডায়েরি রাখবেন, যা থেকে তাঁরা একটি সার্বিক রিপোর্টও প্রতি ৩ মাস অন্তর জমা দেবেন কমিশনারের কাছে। আবার ডিআই অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, স্কুলগুলিতে বরাদ্দকৃত অর্থ সঠিক খাতে এবং সঠিক সময়ে ব্যবহার করা হচ্ছে কি না তা জানার জন্য। অন্যদিকে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকরাও জেলা সফরে যাবেন। তবে তাঁদের এই কাজ করতে হবে দু-মাসে একবার।

Related posts

Leave a Comment