Home Miscellaneous কেন্দ্রীয় পোর্টালে স্কুল- তথ্য আপলোড নিয়ে জটিলতা

কেন্দ্রীয় পোর্টালে স্কুল- তথ্য আপলোড নিয়ে জটিলতা

45
0
School and Teacher-1
School and Teacher-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় পোর্টালে স্কুলের তথ্য আপলোডে জটিলতা। সূত্রের খবর, নিয়মমতো প্রতিবছর স্কুলের বিভিন্ন তথ্য কেন্দ্রীয় পোর্টালে (ইউ-ডাইস) আপলোড করতে হয়। প্রধান শিক্ষকরাই মূলত এই সব তথ্য দিয়ে থাকেন। এবার তা নিয়ে জটিলতা তৈরি হল। সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৪ জুনের মধ্যে যাবতীয় তথ্য অনলাইনে আপলোড করার নির্দেশ এসেছে। এক্ষেত্রে প্রধান শিক্ষকদের বক্তব্য, ৩০ জুন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরফলে কোনওভাবেই তা সম্ভব হবে না।

আবার যাবতীয় তথ্য স্কুলেই থাকে। পাশাপাশি ইউ-ডাইস ফর্ম পূরণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে বলে খবর। এ প্রসঙ্গে শিক্ষকরা জানিয়েছেন, নয়া ফরম্যাটে কোথাও পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের তথ্য দেওয়ার জায়গা রাখা হয়নি। স্কুলগুলিতে এমন সংখ্যক অনেক শিক্ষক রয়েছেন। সেক্ষেত্রে কী করে তাঁদের তথ্য দেওয়া যাবে, তা নিয়েও প্রশ্ন। উল্লেখ্য, এতদিন পর্যন্ত অফলাইন পদ্ধতিতেই তথ্য জমা করা যেত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here