কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ করোনা আবহে যাত্রার নতুন পোস্টার আর দেখা যাচ্ছে না যাত্রাপাড়ায়।এর প্রকোপে শিল্পীদের অবস্থা শোচনীয়।সূত্রের খবর, যাত্রা একাডেমির চেয়ারম্যান ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এক বৈঠকের আয়োজন করেন।যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত প্রযোজক, শিল্পী ও অন্যান্যদের আমন্ত্রণ জানানো হয় ওই আলোচনায়।সভা শেষে সংগ্রামী যাত্রা প্রহরীর সভাপতি, মঞ্জিল বন্ধ্যোপাধ্যায় জানান, জুলাই পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুর্গাপুজো থেকে নতুন সিজিন শুরু হবে, তখন দূরত্ব বজায় রেখে কীভাবে যাত্রা শুরু করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনার জন্য আগস্টের প্রথম সপ্তাহে আবারও বৈঠক হবে।