কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ পরিস্থিতিতে কেন্দ্রের কাছে ৩০০ কোটি টাকা চাইছে শিক্ষা দপ্তর। এই সংক্রান্ত বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সু-স্বাস্থ্য ও পরিবেশ বজায় রাখার জন্য স্কুলগুলিকে জীবাণুমুক্ত করা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কাজের জন্যই এই বিপুল অর্থের প্রয়োজন। সেই টাকা যাতে রাজ্যকে আগাম দেওয়া হয়, তার আর্জিও জানানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তারপর সেগুলি খোলার পূর্বে স্যানিটাইজ করতে হবে।
নিয়ম করে প্রতিনিয়ত সেই কাজ চালিয়ে যেতে হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞমহল। এক্ষেত্রে শিক্ষকদের বড় একটা অংশের বক্তব্য, এতে খরচ বাড়বে। সরকার টাকা না দিলে স্কুল তা বহন করবে কী করে। এ বিষয়ে বিকাশ ভবন সূত্রে বলা হয়েছে, দীর্ঘদিন স্কুল বন্ধ রয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য জেলায় জেলায় অনেক স্কুলবাড়িকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। সেই সব জায়গা ভাল করে জীবাণুমুক্ত করতে হবে। এই সব কারণে কেন্দ্রের থেকে আগাম টাকা চাওয়া হয়েছে।