কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যসভার ১৮টি আসনের জন্য ১৯ জুন ভোটগ্রহণ। ঘোষণা করল কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, এই আসনগুলির জন্য ভোট হওয়ার কথা ছিল মার্চ মাসে। করোনাজনিত পরিস্থিতিতে সংক্রমণ ও তার জেরে দেশজুড়ে লকডাউন পর্বে ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে। লকডাউন পর্বে ধীরে-ধীরে শিথিল হতে শুরু করায় ভোটের নতুন দিন ঘোষণা করল কমিশন। কমিশনের সূত্রের আরও খবর, ১৯ জুন সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হবে। এই ১৮টি আসনের জন্য ভোটগ্রহণ করা হবে ৭টি রাজ্যে। অন্ধ্রপ্রদেশ ও গুজরাটে ৪টি, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ৩টি, ঝাড়খণ্ডে ২টি এবং মেঘালয় ও মণিপুরে ১টি করে আসনের জন্য ভোট হবে।