কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ কালীঘাট মন্দির খোলার তৎপরতা শুরু হয়েছে।তবে সমস্যাও রয়েছে।সূত্রের খবর, মন্দির সংষ্কারের কাজ চলছিল।করোনা সংক্রমণের আবহে সেই কাজ বন্ধ হয়ে যায়।এই অবস্থায় মূলমন্দির ও নাটমন্দির বাদে কালীঘাট মন্দির চত্বর এখনও অনেকটাই অগোছালো অবস্থায় রয়েছে।অন্যদিকে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, ভক্তদের ভিড় কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তা নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে।মন্দির কর্তৃপক্ষ লালবাজারের সঙ্গে আলোচনাও করেছে বলে জানা যায়।মন্দির খোলা হলে পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার বন্দোবস্ত করতে পদক্ষেপ নেওয়া হবে।উল্লেখ্য, কালীঘাট মন্দির বন্ধ হয় ২৩ মার্চ।করোনা প্রতিরোধে হাত পা ধোওয়ার বিষয়টিও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
সূত্রের আরও খবর, মন্দির চত্ত্বরে বিদ্যুৎ সংযোগ না থাকায় জলের ব্যবস্থাও সেভাবে নেই।পানীয় জলের সমস্যাও রয়েছে।মন্দির চালু করা প্রসঙ্গে কালী টেম্পল কমিটি নিয়মিত বৈঠকও করছেন।মন্দির সূত্রের খবর, আপাতত ৫টি গেটে জীবাণুমুক্তকরণ সুড়ঙ্গ বসানো হবে। ওই ধরণের গেট তৈরি করতে দেওয়া হয়েছে।কালীঘাট মন্দিরে ৬টি গেট রয়েছে।তার মধ্যে ৫টি গেটে সুরঙ্গ বসানো হবে।প্রাথমিক পর্বে অবশ্য ২টি গেট ব্যবহার করা হবে।দূরত্ববিধি মেনে ১০জন করে দর্শনার্থী দরজা দিয়ে প্রবেশ করানো হবে।অন্য একটি দরজা দিয়ে ভক্তদের প্রস্থান করানোর বন্দোবস্ত করা হবে বলে জানা যায়।ভোগ রান্না ও নিত্য পূজার কারণে মন্দিরে বহিরাগতদেরও যাতায়াত রয়েছে। সেইজন্য স্যানিটাইজার স্প্রে করার যন্ত্র ও শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রও কেনা হয়েছে।কলকাতা পুরসভার উদ্যোগে মূল মন্দির ও নাটমন্দির জীবাণুমুক্ত করণের কাজ চলবে।সরকারি বিধি-নিষেধ মেনে ফুল, সিঁদুর, প্রসাদের ঝুড়ি সহ একাধিক ক্ষেত্রে নজরদারির ব্যবস্থা করা হবে বলে মন্দির কমিটি সূত্রে জানা যায়।