Home Miscellaneous ইরানের ইতিহাসে প্রথমবার স্যাটেলাইটে সাফল্য

ইরানের ইতিহাসে প্রথমবার স্যাটেলাইটে সাফল্য

7
0
noor
noor

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কয়েকবার ব্যর্থতার পর এল সাফল্য। ইরানের প্যারা মিলিটারি রেভোলিউশনারি গার্ডের পক্ষ থেকে সফলভাবে মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণের খবর জানানো হল। জানা গিয়েছে, “নূর” নাম এই স্যাটেলাইটটি আপাতত পৃথিবী থেকে প্রায় ২৬৪ মাইল দূরের কক্ষপথে পৌঁছেছে। এর আগে ৩ বার উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয়।

উল্লেখ্য, “জাফর-১” স্যাটেলাইট উৎক্ষেপণের সমস্ত চেষ্টা শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছিল। এবার ইরানের ইতিহাসে প্রথমবার এই সাফল্য মিলল। তবে আমেরিকার সঙ্গে তেহরানের চলতি টানাপোড়েন ও দ্বিপাক্ষিক পারমাণবিক চুক্তি ভেস্তে যাওয়ার পর এই স্যাটেলাইট লঞ্চকে ভাল চোখে দেখছে না হোয়াইটহাউস, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here