কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নিজের কন্যাশ্রীর টাকায় এলাকায় ত্রাণ বিলি করলেন এক ছাত্রী। স্থানীয় সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার হৃদয়পুরের কৈলাশনগরের বাসিন্দা মৌ গুপ্ত কন্যাশ্রীর টাকাতেই এলাকার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণ তুলে দিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে কলেজ ছাত্রী মৌ ১৮ বছর বয়সের পর কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা পেয়েছিলেন। গরিব মানুষের পাশে দাঁড়াতেই ওই টাকায় ত্রাণ বিলি করলেন।
এবিষয়ে মৌ জানান, এই পরিস্থিতিতে গরিব মানুষের পাশে দাঁড়ানোর খুব প্রয়োজন। তাই মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্পের যে টাকা দিয়েছেন, সেই টাকা দিয়েই ওঁদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি।