কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পুরসভার কর্মীদের দেওয়া হবে মাস্ক ও স্যানিটাইজার। এমনই নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, করোনা প্রতিরোধে প্রত্যেকটি বিভাগের শীর্ষকর্তা থেকে কর্মী, সকলকে ত্রিস্তরীয় মাস্ক ও পর্যাপ্ত স্যানিটাইজারের বোতল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। প্রত্যেক কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা সংক্রান্ত যাবতীয় বিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন। পুরসভা সূত্রের খবর, নির্দিষ্ট দূরত্বে বসার পাশাপাশি তাঁদের মাস্ক-স্যানিটাইজারও ব্যবহার করার কথা বলা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি জানান, মাস্ককে জীবনের প্রতিটি ক্ষণের সঙ্গী করে নিতে হবে। আবার রাস্তায় যত্রতত্র ব্যবহৃত মাস্ক পড়ে থাকা নিয়ে মানুষের মধ্যে আতঙ্কও বেড়েছে। রাস্তায় অনেকেই অসতর্কভাবে ব্যবহৃত মাস্ক ফেলে দিয়ে যাচ্ছেন। সাফাই-কর্মীরা তুলতে বা পরিষ্কার করতে চাইছেন না। উল্লেখ্য, ব্যবহৃত মাস্ক রাস্তায় ফেললেই যাতে কড়া পদক্ষেপ নেওয়া যায়, তার জন্য কলকাতা পুর প্রশাসন আইন আনার কথা ভাবছে। ওই মাস্ক থেকে সংক্রমণ ছড়াতে পারে, এমনটাও জানানো হয়েছে। সাফাই-কর্মীদের সুরক্ষাবিধি মেনেই নিজেদের কাজ করার কথা জানানো হয়।