Home Education Alerts ১৫ আগস্টের পর স্কুল-কলেজ খোলার সম্ভাবনা

১৫ আগস্টের পর স্কুল-কলেজ খোলার সম্ভাবনা

27
0
calcutta-university-2
calcutta-university-2

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন, ১৫ আগস্টের পরে খুলতে পারে স্কুল ও কলেজ। তবে করোনা সংক্রমণ নিম্নমুখী হলে তবেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। উল্লেখ্য, প্রায় ৩৩ কোটি পড়ুয়ার পড়াশুনা অনিশ্চিত হয়ে পড়েছে । দীর্ঘ ১৬ মার্চ থেকে বন্ধ সব স্কুল ও কলেজ। চিন্তায় পড়ুয়া ও অভিভাবকেরা।এই পরিস্থিতিতে রমেশ নিশঙ্ক পোখরিয়াল জানিয়েছেন, যেসব পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে ও হচ্ছে তাদের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৫ আগস্টের মধ্যে। করোনার বিধিনিষেধ মেনে স্কুল-কলেজ চালাতে হবে। প্রথমে খুলবে উচ্চমাধ্যমিক ও কলেজ। পরে মাধ্যমিক ও তারপর খুলবে প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলি।এ ব্যাপারে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে কোনও নির্দেশ আসেনি বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here