কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মানবিক সম্পর্ক। করোনা পরিস্থিতির আবহে ধর্ম, ভাষা বা জাতির কোনও ভেদাভেদ নেই। এমনটা প্রমাণ করলেন উলুবেড়িয়ার শেখ সাইদুল। স্থানীয় সূত্রের খবর, ৩৫ বছর বয়সী যুবক রোজা ভেঙে থ্যালাসেমিয়া আক্রান্ত ১৩ বছরের এক ছাত্রকে রক্ত দিলেন।
জানা গিয়েছে, বারুইপুরের মধ্যকল্যাণপুর এলাকার অষ্টম শ্রেণির ছাত্র সুমিত মন্ডল জন্মের পর থেকেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ওই ছাত্রের বাবা সন্তোষ মন্ডল পেশায় ভ্যানচালক। প্রতি মাসে ছেলের জন্য রক্ত কেনারও সামর্থ নেই তাঁর। উল্লেখ্য, লকডাউনের জেরে বন্ধ রক্তদান শিবির। রক্তের জোগানও তলানিতে ঠেকেছে। রক্ত জোগাড় করতে না পেরে হতাশ হন সন্তোষ মন্ডল।
এরপর ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় “আমরা ফ্যামিলি” নামের হাওড়ার আন্দুলের একটি গ্রুপের সঙ্গে। তাঁদের মাধ্যমেই সাইদুল রক্ত দিতে পেরেছেন সুমিতকে। রক্তের গ্রুপও মিলে যায়। এরপর সাইদুল কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এসে রক্ত দিলেন সুমিতকে।