Home Miscellaneous ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য খুশির খবর

ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য খুশির খবর

67
0
lataguri forest
lataguri forest

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অগ্রিম বুকিংয়ের মেয়াদ বাড়ল ১৬ মাস। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের জন্য খুশির খবর। স্থানীয় সূত্রে খবর, লকডাউনের আগে লাটাগুড়িতে হোম-স্টে বা রিসর্ট যাঁরা বুকিং করছিলেন, তাঁদের জন্যই এই বার্তা। সেই বুকিংয়ের রসিদ দেখিয়ে সংশ্লিষ্ট রিসর্টে বা হোম-স্টে’তে থাকা যাবে। তারজন্য বাড়তি টাকাও গুনতে হবে না পর্যটকদের।

জানা গিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সুযোগ পাবেন পর্যটকরা। লাটাগুড়ির রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকরা যাতে আর্থিক ক্ষতির মুখে না পড়েন তার কারণে লকডাউনের আগে করা বুকিংয়ের মেয়াদ আরও ১৬ মাস বাড়িয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, লাটাগুড়ির হোম-স্টে মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা পর্যটক নিয়ে সারা বছর ব্যবসা করি। তাঁদের ওপর নির্ভর করে আমাদের সংসার চলে। করোনাজনিত পরিস্থিতিতে লকডাউনের কারণে অনেক পর্যটক আগাম বুকিং করেও আসতে পারেননি, তাঁদের কথা ভেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পর্যটকদের আকর্ষণ ও ভরসা বাড়াতে এই উদ্যোগের প্রশংসা করেছেন পর্যটকমহলেরএকটা বড় অংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here