cutting paddyMiscellaneous 

কৃষিই অর্থনীতি চাঙ্গা করতে পারে, মত বিশেষজ্ঞদের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার জেরে বেসামাল অর্থনীতি। তবে কৃষিক্ষেত্রে আশার আলো দেখা যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। রবি শস্যের পাশাপাশি এবছর রাজ্যে বোরো ধানের উৎপাদন ভাল হওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে। এমনকী খরিপ মরশুমে চাষের পক্ষেও অনুকূল আবহাওয়ার পূর্বাভাস মিলেছে। এই পূর্বাভাস বাস্তবায়িত হলে কৃষির অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, এবছর রাজ্যে বোরো ধান চাষ হয়েছে প্রায় ১২ লক্ষ হেক্টর জমিতে। গতবছর হেক্টর প্রতি গড় উৎপাদন ছিল সাড়ে ৫ থেকে ৬ মেট্রিক টন। এবছর তা অনেকটাই বাড়বে বলে আন্দাজ করা হচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়া অনেকটাই অনুকূল রয়েছে। তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতা পরিমিত মাত্রায় থাকায় তা বোরো ধানের পক্ষে ভাল হবে। শ্রমিক পাওয়া গেলে ও কালবৈশাখী চূড়ান্ত মাত্রায় না হলে কৃষকরা ফসল ঘরে তুলতে পারবেন।

Related posts

Leave a Comment